রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির পর নিখোঁজ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার এক দিন পর প্রথমে মোহাম্মদ আলী ও রাজু নামের দুই জনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই। এরপর আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নৌকা নিয়ে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। গভীর রাতে পর পর চার জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন স্থানীয়রা। পরে তাদের চার জনের মরদেহ বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা।
নিহত বাকি দুজনের মধ্যে একজনের নাম ফারুক হোসেন এবং অন্য জনের সবুজ মিয়া।
রাজশাহীর পবা উপজেলার ৪নং হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে মরদেহের জন্য নদীর পাড়ে অপেক্ষা করছিলেন স্বজনরা। তাই সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয়ভাবে উদ্যোগ নিয়েই লোকজন নিখোঁজদের মরদেহ উদ্ধারের জন্য নৌকা নিয়ে নদীতে নামেন। এরপর ভারতীয় সীমানা সংলগ্ন বাংলাদেশ চরের অংশ থেকেই এক এক করে ভাসমান অবস্থায় মরদেহগুলো পাওয়া যায়। পরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জানাজার নামাজ শেষে তাদের মরদেহ দাফন করা হবে বলেও জানান তিনি।
এমএমএইচ/রেডিওটুডে