মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

গত ৫০ বছরেও রেলের কোন উন্নয়ন হয় নাই:

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০৪:১৪, ১২ নভেম্বর ২০২১

Google News
গত ৫০ বছরেও রেলের কোন উন্নয়ন হয় নাই:

সংগৃহীত ছবি

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, “প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি জেলার সাথে আধুনিক রেল যোগাযোগ স্থাপন করতে চান। সেই লক্ষ্য নিয়েই আমরা রেলওয়ের ব্যাপক উন্নয়ন কাজ করছি। তাঁর নির্দেশে-যে জেলা গুলোতে রেলের ব্যবস্থা নাই সে সব জেলাতে শীঘ্রই রেল লাইন বসানো কাজ শুরু হবে।” 

তিনি আরও বলেন, বিগত কোন সরকারই রেলের উন্নয়নে কাজ করে নাই। একটি মাত্র সিঙ্গেল লাইন দিয়েই ট্রেন চলে। ডবল লাইন হয় নাই। গত ৫০ বছরেও রেলের কোন উন্নয়ন হয় নাই। সড়ক পথেরও উন্নয়ন হয় নাই। ২০১১ সালে রেলের পৃথক মন্ত্রণালয় হবার পর উন্নয়নের গতি বেড়েছে। বর্তমানে রেলের আধুনিকায়নের কাজ শুরু হয়েছে।অনেক জায়গায় ডবল লাইনের কাজ চলছে।

মুজিববর্ষ উপলক্ষে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বিশেষ ট্রেন যোগে ঢাকা থেকে বিভিন্ন রেল স্টেশন পরিদর্শন ও উন্নয়ন কাজের উদ্বোধন শেষে জয়পুরহাটে রেলওয়ে ষ্টেশনে উপস্থিত হয়ে রেল যাত্রীদের সুবিধা বৃদ্ধি ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করণে- চলমান উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদারের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন। 

এ সময় অন্যান্যের মধ্যে রেল সচিব মো. সেলিম রেজা, জয়পুরহাটের জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মো: মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সোলায়মান আলী, অ্যাডভোকেট নঙৃপেন্দ্রনাথ মন্ডল, গোলাম হক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে রেলমন্ত্রী বিশেষ ট্রেন যোগে- রংপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে দিনাজপুরের বিরামপুর, পার্বতীপুর, সৈয়দপুর, নীলফামারী ও ডোমার রেলষ্টেশনে রেলওয়ের অনুরুপ চলমান উন্নয়ন মূলক কাজের পরিদর্শন ও উদ্বোধন করার কথা রয়েছে।
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের