
প্রতীকী ছবি
কঠোর নিরাপত্তার মধ্যেও থামছে না জাটকা নিধন। অসাধু জেলেরা প্রতিদিন গোপনে জাটকা ইলিশ ধরছে। এ সব ইলিশ মাছ বাস ও ট্রাক যোগে দেশের বিভিন্ন মার্কেটে বিক্রির জন্য পাঠানো হয়।
নৌ পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশিকালে ৫ হাজার ১শ কেজি জাটকা উদ্ধার করছে।
জব্দকৃত জাটকা ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও গরীব-দুঃখীদের মধ্যে বিতরণ করা হয়েছে। নিষিদ্ধ জাটকা মাছ পাচার করার অপরাধে দু'জন অভিযুক্তের বিরুদ্ধে মৎস আইনে বরিশাল বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
নৌ পুলিশের মিডিয়া শাখা থেকে বলা হয়েছে, নৌ পুলিশের বিভিন্ন টিম নিয়মিত নিষিদ্ধ ঘোষিত জাটকা নিধন অভিযান পরিচালনা করেছে। জাটকা নিধন বন্ধ হলে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে দেশের আমিষের চাহিদা পূরণ করে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মূদ্রা অর্জন তথা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমকা পালন করবে।
রেডিওটুডে নিউজ/ইকে