
জাতীয় নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়ো করছে, তাদের স্লোগানে ভারতের সুর বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলার মানুষের কাছে তিনটি কাজের কমিটমেন্ট করেছিলেন। সংস্কার, দৃশ্যমান বিচার এরপর জাতীয় নির্বাচন। কিন্তু বিচার দৃশ্যমান হওয়ার আগেই তিনি নির্বাচনের ঘোষণা দিলেন। কেন এবং কী কারণে এটা করলেন; দেশের মানুষ জানতে চায়। আজকে নির্বাচনের জন্য যারা তাড়াহুড়ো করছেন; তাদের স্লোগানের সঙ্গে ভারতের স্লোগান মিলে যায়।
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভিযোগ করে মুফতি রেজাউল করীম বলেন, আমরা দেখেছি- বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে। ক্ষমতার মসনদে বসে তারা দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমাদের সন্তানদের জীবন কেড়ে নিয়ে মায়েদের কোল খালি করা হয়েছে। আর দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো হয়েছে। এখন আমরা সজাগ হয়েছি, দেশের মানুষ এখন আর ঘুমিয়ে নেই। আমাদের সম্পদ আর চুরি করতে দেব না।
তিনি আরও বলেন, ৫৩ বছর যে ধারা এবং পদ্ধতিতে দেশ চলেছে; সেভাবে আর চলতে পারে না। এজন্য মৌলিক সংস্কার হতে হবে। কোটি কোটি টাকা পাচারকারীদের বিচার হতে হবে। এরপর জাতীয় নির্বাচনের একটা লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
রেডিওটুডে নিউজ/আনাম