বাসে আগুন: মামলা করলেন নিহত বাসচালক জুলহাসের বোন

বুধবার,

১২ নভেম্বর ২০২৫,

২৮ কার্তিক ১৪৩২

বুধবার,

১২ নভেম্বর ২০২৫,

২৮ কার্তিক ১৪৩২

Radio Today News

বাসে আগুন: মামলা করলেন নিহত বাসচালক জুলহাসের বোন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৪, ১২ নভেম্বর ২০২৫

Google News
বাসে আগুন: মামলা করলেন নিহত বাসচালক জুলহাসের বোন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় আগুনে পুড়ে নিহত বাসচালক মো. জুলহাসের (৩৫) ছোট বোন ময়না বেগম মামলা করেছেন। মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা অভিযুক্তদের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় এই মামলা করেন তিনি।

এদিকে এই ঘটনাকে ‘স্পষ্টত নাশকতা’ উল্লেখ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক তিনটার দিকে বাসটি ভালুকজান এলাকার সাইফুল ফিলিং স্টেশনের সামনের রাস্তায় পার্কিং করা ছিল আলম এশিয়া পরিবহনের বাসটি। এ সময় এক মুখোশধারীসহ তিন যুবক পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। চালক জুলহাস বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকায় বের হতে পারেননি এবং ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় লাফিয়ে নামতে গিয়ে আরও দুজন আহত হয়েছেন। তারা হলেন- শারমিন সুলতানা ও শাহিদুল। আহতদের মধ্যে শারমিন সুলতানার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান মঙ্গলবার রাতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি নিহতের ছোট বোন ময়না আক্তার দায়ের করেছেন। তবে এতে সুনির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করা হয়নি।

ওসি রোকনুজ্জামান সমকালকে বলেন, এটি স্পষ্টত নাশকতা। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনব। পুলিশ পুড়ে যাওয়া বাসটি আলামত হিসেবে থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে জোর অভিযান অব্যাহত রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের