পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

বুধবার,

২৬ নভেম্বর ২০২৫,

১২ অগ্রাহায়ণ ১৪৩২

বুধবার,

২৬ নভেম্বর ২০২৫,

১২ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৮, ২৬ নভেম্বর ২০২৫

Google News
পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহ নগরীতে ট্রাফিক পুলিশ বক্সের সামনে এক যুবদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৩টার দিকে নগরের পাটগুদাম ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আশরাফুল করিম।

নিহত রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নগরীর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে। তিনি মহানগর যুবদলের কর্মী ছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ওই যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে লোকজন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। তার হাঁটুর ওপরে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষণে মৃত্যু হয়েছে।

রিয়াদের বাবা সাইদুল হক বলেন, পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়েছিল। কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। তবে কি কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানতে পারিনি। আমার ছেলে যুবদল নেতা ইনছানের সঙ্গে রাজনীতি করত। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে খুনিদের ধরে বিচার করার দাবি জানাই।

ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছান বলেন, রিয়াদ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম আরও জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ দ্রুত হামলাকারী দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। তবে পুলিশ বক্সে ঢুকে হত্যাকাণ্ড ঘটানোর ঘটনায় নগরীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের