তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচয় করিয়ে দিলেন মির্জা ফখরুল

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬,

১৮ মাঘ ১৪৩২

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬,

১৮ মাঘ ১৪৩২

Radio Today News

তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচয় করিয়ে দিলেন মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৪, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৮:০৫, ৩১ জানুয়ারি ২০২৬

Google News
তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচয় করিয়ে দিলেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে রংপুর জেলার কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে নেতা-কর্মী ও সমর্থকদের সামনে এই পরিচয় তুলে ধরেন তিনি।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে আগামী দিনগুলোতে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করবেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে বাংলাদেশকে ধ্বংস করে গেছে, সেই বাংলাদেশকে তিনি জনগণকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এখন আমাদের দিশারী, আমাদের কাণ্ডারি।”

মির্জা ফখরুল বলেন, তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, পথ দেখাচ্ছেন। নির্বাসিত অবস্থা থেকে ফিরে এসে তিনি প্রথম যে কথাটি বলেছেন—‘আই হ্যাভ এ প্ল্যান’, আমার একটি পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা তিনি আপনাদের সামনে তুলে ধরবেন। আজ সারা বাংলাদেশ সেই পরিকল্পনা গ্রহণ করেছে।”

তিনি বলেন, আমরা এখন অপেক্ষা করে আছি ১২ তারিখে জনগণের নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বকে এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য।”

সমাবেশে বিএনপি মহাসচিব সতর্ক করে বলেন, সাবধান থাকুন, চক্রান্ত হচ্ছে। একটি দল যারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং মানুষ হত্যা করেছিল, সেই দলটি আবারও চক্রান্ত করছে এই নির্বাচন বানচাল করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য।”

তিনি বলেন, এই মুহূর্তে দেশের প্রয়োজন শক্ত নেতৃত্ব, আর সেই নেতৃত্ব হচ্ছে তারেক রহমানের নেতৃত্ব—অন্য কোনো নেতৃত্ব নেই।”

এরপর ধানের শীষের পক্ষে স্লোগান দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগের ৩৩ আসনের প্রার্থী ও মহানগর এবং জেলা বিএনপির নেতারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের