মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

Radio Today News

শিমু হত্যা: শুধু স্বামী নোবেল নয়, হত্যায় অংশ নেয় বন্ধু ফরহাদও

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:১৯, ২২ জানুয়ারি ২০২২

আপডেট: ০২:২৭, ২২ জানুয়ারি ২০২২

Google News
শিমু হত্যা: শুধু স্বামী নোবেল নয়, হত্যায় অংশ নেয় বন্ধু ফরহাদও

ফাইল ছবি

চলচিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে তার স্বামী খন্দকার সাখাওয়াত আলীম নোবেল এবং তার বন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদ দুজনে মিলেই হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। 

নোবেল ও ফরহাদকে তিন দিন জিজ্ঞাসাবাদের পর শুক্রবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর। 

তবে এর আগে পুলিশ জানিয়েছিল, দাম্পত্য কলহ থেকে নোবেল একাই শিমুকে হত্যা করেন। পরে বাল্যবন্ধু ফরহাদকে লাশ গুম করতে সহায়তা করে।  

তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এই নতুন তথ্য ওঠে আসে। হুমায়ুন কবীর বলেন, রোববার সকালেও শিমুর সঙ্গে নোবেলের ঝগড়া হয়। তখনই নোবেল ও ফরহাদ তাকে হত্যা করেন।

পুলিশ জানায়, ফরহাদ ঢাকার একটি মেসে থাকেন। তার তেমন উপার্জন নেই। কয়েকদিন পরপরই তিনি খুব সকালে নোবেলের বাসায় এসে টাকা-পয়সা নিতেন। সেদিনও তিনি সকালে নোবেলের বাসায় যান এবং ওই হত্যাকাণ্ডে নোবেলের সঙ্গে যুক্ত হন।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের