সোমবার,

২৯ এপ্রিল ২০২৪,

১৬ বৈশাখ ১৪৩১

সোমবার,

২৯ এপ্রিল ২০২৪,

১৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

বাংলা টাইগার্সের ৩ তারকা কোচ নিয়োগ

প্রকাশিত: ০৫:৪৮, ২৯ জুন ২০২১

আপডেট: ২৩:০৪, ৩ জুলাই ২০২১

Google News
বাংলা টাইগার্সের ৩ তারকা কোচ নিয়োগ

আবুধাবিতে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের দল বাংলা টাইগার্স আসন্ন পঞ্চম আসরের জন্য নতুন হেড কোচ, বোলিং এবং ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে। আজ এক টুইট বার্তায় তারকা কোচদের নাম প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলাদেশের সাবেক কোচ ও সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টুয়ার্ট ল কে দলটির হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে। বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার শন টেইট এবং সাবেক ইংলিশ উইকেটরক্ষক পল নিক্সনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলা টাইগার্স।বাংলা টাইগার্সের টিম কো-অর্ডিনেটর জাফির ইয়াছিন চৌধুরী নতুন কোচদের নিয়ে বলেন, ‘একটি দলকে চ্যাম্পিয়ন হতে হলে দরকার চ্যাম্পিয়ন কোচ। আমরা বিশ্বাস করি স্টুয়ার্ট ল একজন চ্যাম্পিয়ন কোচ। আমরা আশা করি তার অধীনে বাংলা টাইগার্স ইতিহাস রচনা করতে সক্ষম হবে।’

স্টুয়ার্ট ল কোচিং ক্যারিয়ারে বিভিন্ন দলকে কোচিং করিয়েছেন। তার এই ক্রিকেট জ্ঞান এবার বাংলা টাইগার্সের জন্য কাজে লাগাতে চান অস্ট্রেলিয়ান।

জমকালো এই টি-টেন লিগের গত আসরে সুপার লিগে টিম আবু ধাবির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বাংলা টাইগার্সকে। এবার তাই নতুন করে শিরোপা অর্জনের লক্ষ্যে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একমাত্র এই দলটি। আবু ধাবি টি-টেন লিগের এবারের আসর মাঠে গড়াবে আগামী ১৯ নভেম্বর। ৪ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের