
প্রতীকী ছবি
শুক্রবার (২৯ এপ্রিল) সাড়ে ৩ ঘণ্টা পাইপলাইনের জরুরি কাজের জন্য নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নারায়ণগঞ্জের গোদনাইল, চৌধুরী বাড়ি, বার্মা ইস্টার্ন, সোনামিয়া মার্কেট এবং সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজ এলাকায় রাস্তার উভয় পাশে আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।
রেডিওটুডে নিউজ/এসএ