শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

মূল্যস্ফীতি বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ : এফবিসিসিআই সভাপতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৬, ২৮ মে ২০২৩

Google News
মূল্যস্ফীতি বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ  : এফবিসিসিআই সভাপতি

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, এবারের (২০২৩-২৪ অর্থবছর) বাজেটে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি।

শনিবার (২৭ মে) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘কেমন বাজেট চাই' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মো. জসিম উদ্দিন বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে গত ৪০ বছরেও আমরা এমন খারাপ সময় দেখিনি। এই খারাপ অবস্থা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই রয়েছে। আমরা যেখানে পণ্য বিক্রি করি, তার মধ্যে আমেরিকা, ইউরোপের কনজিউমারদের ২০ শতাংশ বিক্রি কমে গেছে।

তিনি বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমরা নিম্ন আয় থেকে উচ্চ আয়ে যাচ্ছি। আমাদের ২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও ২০৩১ সালে মধ্যম আয় ও ২০৪১ সালের উন্নত দেশ হওয়ার যে স্বপ্ন। সেগুলো বাস্তবায়নে এবারের বাজেট খুব গুরুত্বপূর্ণ। এগুলো মাথায় রেখে বাজেট করতে হচ্ছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের