মঙ্গলবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৫,

৬ ফাল্গুন ১৪৩১

মঙ্গলবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৫,

৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

আমিরাতকে পেছনে ফেলে প্রবাসী আয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৮, ১৫ জানুয়ারি ২০২৫

Google News
আমিরাতকে পেছনে ফেলে প্রবাসী আয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র

প্রবাসী আয়ে শীর্ষ অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) পেছনে ফেলে বর্তমানে সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠানো দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে দেশটি। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিক (সেপ্টেম্বর-নভেম্বর) নিয়ে সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর থেকে নভেম্বর—এই তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৯৯ কোটি ডলার।

শীর্ষ দশ দেশের তালিকায় এরপর রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে যুক্তরাষ্ট্র থেকে ২৯ কোটি ৩৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। সেপ্টেম্বরে তা ৩৯ কোটি ডলারে পৌঁছায়, যা আগের মাসের তুলনায় ৩৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি। অক্টোবরে আয় বেড়ে ৫০ কোটি ডলারে দাঁড়ায়, যা সেপ্টেম্বরের তুলনায় ২৮ শতাংশ বেশি। নভেম্বরে আরও বেড়ে তা ৫১ কোটি ১৯ লাখ ডলারে পৌঁছায়।

অন্যদিকে, আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী আয় ছিল ৩৪ কোটি ডলার, যা ওই সময়ে যুক্তরাষ্ট্রের চেয়ে ৫ কোটি ডলার বেশি ছিল। তবে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রকে আর পেছনে রাখতে পারেনি ইউএই। ওই মাসে আমিরাত থেকে আসে ৩৬ কোটি ডলার, যেখানে যুক্তরাষ্ট্র থেকে আসে ৩৯ কোটি ডলার। এরপর অক্টোবর ও নভেম্বরে ইউএই থেকে প্রবাসী আয় ক্রমাগত কমতে থাকে। অক্টোবরে আয় কমে ৩৩ কোটি ডলারে এবং নভেম্বরে আরও কমে ২৯ কোটি ডলারে নেমে আসে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের