মঙ্গলবার,

২৮ নভেম্বর ২০২৩,

১৪ অগ্রাহায়ণ ১৪৩০

মঙ্গলবার,

২৮ নভেম্বর ২০২৩,

১৪ অগ্রাহায়ণ ১৪৩০

Radio Today News

প্রধান স্কাউট লিডার হলেন ঢাবি শিক্ষক মাহমুদুর রহমান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার:

প্রকাশিত: ১৬:২২, ২ নভেম্বর ২০২৩

Google News
প্রধান স্কাউট লিডার হলেন ঢাবি শিক্ষক মাহমুদুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মাহমুদুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের প্রধান স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গত মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশ স্কাউটস-এর গঠন ও নিয়ম' এর ২০৮ (খ) ও ২০৯ (৩) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন।

উল্লেখ্য, জনাব মাহমুদুর রহমান সম্প্রতি বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার হিসেবেও নিয়োগ লাভ করেছেন। তিনি স্কুল জীবন থেকেই স্কাউটিং এর সাথে জড়িত। তিনি ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্যাট্রোল লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০১-২০০৫ পর্যন্ত অধ্যয়নরত অবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাথে সম্পৃক্ত থেকে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৮ ও ২০০৯ সালে তিনি যথাক্রমে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট ডিগ্রি কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধান স্কাউট লিডার হিসেবে নিয়োগ লাভের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের জ্যেষ্ঠ রোভার স্কাউট লিডার, ঢাবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল ও ট্রেজারারসহ নানা দায়িত্ব পালন করেন

রেডিওটুডে নিউজ/ইআ

ইমদাদুল আজাদ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের