প্রধান স্কাউট লিডার হলেন ঢাবি শিক্ষক মাহমুদুর রহমান

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

প্রধান স্কাউট লিডার হলেন ঢাবি শিক্ষক মাহমুদুর রহমান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার:

প্রকাশিত: ১৬:২২, ২ নভেম্বর ২০২৩

Google News
প্রধান স্কাউট লিডার হলেন ঢাবি শিক্ষক মাহমুদুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মাহমুদুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের প্রধান স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গত মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশ স্কাউটস-এর গঠন ও নিয়ম' এর ২০৮ (খ) ও ২০৯ (৩) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন।

উল্লেখ্য, জনাব মাহমুদুর রহমান সম্প্রতি বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার হিসেবেও নিয়োগ লাভ করেছেন। তিনি স্কুল জীবন থেকেই স্কাউটিং এর সাথে জড়িত। তিনি ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্যাট্রোল লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০১-২০০৫ পর্যন্ত অধ্যয়নরত অবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাথে সম্পৃক্ত থেকে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৮ ও ২০০৯ সালে তিনি যথাক্রমে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট ডিগ্রি কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধান স্কাউট লিডার হিসেবে নিয়োগ লাভের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের জ্যেষ্ঠ রোভার স্কাউট লিডার, ঢাবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল ও ট্রেজারারসহ নানা দায়িত্ব পালন করেন

রেডিওটুডে নিউজ/ইআ

ইমদাদুল আজাদ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের