বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, সংঘাতের আশঙ্কা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৩, ২২ সেপ্টেম্বর ২০২৫

Google News
বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, সংঘাতের আশঙ্কা

রাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার সন্ধ্যায় রাবি কোষাধক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন প্যানেলের নেতাকর্মী ও সমর্থকরা মুখোমুখি হয়ে পরস্পরবিরোধী স্লোগান দেওয়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, শিক্ষক কর্মকর্তাদের কমূসূচির মধ্যে আজ সোমবার রাকসু নির্বাচন স্থগিত করার আহ্বান জানায় ছাত্রদলসহ বেশ কয়েকটি প্যানেল। তবে ২৫ তারিখ নির্বাচন আয়োজনের দাবিতে অনঢ় ইসলামী ছাত্রশিবির।

এমতাবস্থায় সোমবার সন্ধ্যায় রাবি কোষাধ্যক্ষের কার্যালয়ে জরুরি সভায় বসেছে রাবি প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশন। পরে কোষাধ্যক্ষের কার্যালয় ঘিরে বিক্ষোভ শুরু করে বিভিন্ন দলের নেতাকর্মীরা।

ছাত্রশিবির নেতারা জানান, একটি পক্ষ রাকসু নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা চান ২৫ তারিখে রাকসু নির্বাচন দিতে হবে।

বামপন্থী একটি প্যানেলের একাধিক নেতা জানান, তারা পূজার ছুটির পর রাকসু নির্বাচনের দাবিতে অবস্থান নিয়েছে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের