
গত ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় পৌনে চার লাখ চাকরিপ্রার্থী। সরকারি চাকরির জন্য সবচেয়ে প্রতিযোগিতামূলক এই পরীক্ষার প্রিলিমিনারি ধাপ শেষ হওয়ার পর থেকেই অংশগ্রহণকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফলাফলের জন্য।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের পূর্বঘোষিত রোডম্যাপে জানিয়ে রেখেছিল, এই বিসিএসের প্রিলিমিনারির ফল ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।
তবে সময়সীমার মধ্যে ফল প্রকাশ নিশ্চিত করার পাশাপাশি, যদি প্রস্তুতি শেষ হয়ে যায় তাহলে তার আগেও ফল প্রকাশ করা হতে পারে—এমনটিও জানানো হয়েছিল।
বুধবার (২৪ সেপ্টেম্বর) হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফল প্রকাশ নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। অনেক ফেসবুক ব্যবহারকারী পোস্ট দেন যে, আজই বা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ফল প্রকাশ করা হবে। কেউ কেউ ‘পিএসসির সূত্র’ উল্লেখ করে বলেন—‘কিছুক্ষণের মধ্যেই ফল প্রকাশ করা হবে’।
এতে পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি এবং অনিশ্চয়তা।
এই পরিস্থিতিতে পিএসসি সরাসরি সংবাদমাধ্যমের মাধ্যমে জানায়, বুধবার ফল প্রকাশের সম্ভাবনা নেই। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমে বলেন, ‘আজ ফল প্রকাশের কোনো সম্ভাবনা দেখছি না। চেয়ারম্যানের মাধ্যমে যেটুকু জেনেছি, ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
আগামীকাল যদি কাজ শেষ হয়, তাহলে বৃহস্পতিবার বিকালে ফল প্রকাশ করা হতে পারে। তা না হলে রবিবার ফল প্রকাশ করা হবে।’
৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল প্রকাশ এখন পুরোপুরি নির্ভর করছে ফল প্রস্তুতির অগ্রগতি ও কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। তবে ধারণা করা হচ্ছে, ফলাফল প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং বৃহস্পতিবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বরেই ফল প্রকাশ হওয়ার সম্ভাবনাই বেশি।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের ২৮ নভেম্বর।
এই বিসিএসে মোট ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদ এবং ২০১টি নন-ক্যাডার পদ রয়েছে। সব মিলিয়ে ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায়। প্রশাসন, পুলিশ, কাস্টমস, কর, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাডারে নিয়োগের জন্য এই বিসিএসের মাধ্যমে মেধাবীদের বাছাই করা হবে।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলা যায়—এই মুহূর্তে বিভ্রান্তিমূলক গুজব বা অপপ্রচারে কান না দিয়ে শুধুমাত্র পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে তথ্য যাচাই করা উচিত। ফলাফল প্রকাশ নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসলে সেটি এসব মাধ্যমেই প্রকাশ পাবে।
সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এই সরকারি নিয়োগ পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল এই প্রিলিমিনারি। যারা এতে উত্তীর্ণ হবেন, তাদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন ধাপ—লিখিত পরীক্ষা। তাই ফল প্রকাশের পরই প্রস্তুতির গতি আরও বাড়িয়ে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
সব মিলিয়ে, ৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল প্রকাশ এখন কেবল সময়ের ব্যাপার। কাজ শেষ থাকলে বৃহস্পতিবার বিকেলে ফলাফল প্রকাশিত হবে। তা সম্ভব না হলে রোববার, ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ফল প্রকাশের মাধ্যমে পরীক্ষা পর্বের একটি বড় ধাপ শেষ করবে পিএসসি।
রেডিওটুডে নিউজ/আনাম