বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

‘তামিমকে সামনে রেখে অপপ্রচার চলছে’, ক্রীড়া উপদেষ্টার পাল্টা অভিযোগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৩, ২২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৫

Google News
‘তামিমকে সামনে রেখে অপপ্রচার চলছে’, ক্রীড়া উপদেষ্টার পাল্টা অভিযোগ

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এরই মধ্যে এই নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তেজনা ও বিতর্ক। এ প্রসঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবাল অভিযোগ করেছেন, নির্বাচন প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপ ও ক্ষমতার অপব্যবহার হচ্ছে।

রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি ভেবেছিলাম নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু জেলা ও বিভাগীয় পর্যায়ে কাউন্সিলর মনোনয়নে সরকারের পক্ষ থেকে সরাসরি চিঠি পাঠিয়ে প্রভাব খাটানো হচ্ছে। এটা নির্বাচন নয়, বরং এক ধরনের সিলেকশন।’

সংবাদ সম্মেলনে যদিও কারো নাম সরাসরি উল্লেখ করেননি তামিম, তবে ইঙ্গিত ছিল সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ক্রীড়া উপদেষ্টা। একটি টেলিভিশনের সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, ‘সরকার কোনো হস্তক্ষেপ করছে না। আমরা কেবল আমাদের রুটিন কাজ করছি। আমাদের অধীনস্ত যে কারো সঙ্গে আমি কথা বলতেই পারি, আমার সচিব কথা বলতেই পারে। এটা সরকারের রুটিন কার্যক্রম। এটাকে হস্তক্ষেপ বলার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘যদি কেউ মনে করে সরকারের এখতিয়ার ছাড়িয়ে কিছু হয়েছে, তাহলে তারা আইনি ব্যবস্থা নিতে পারে, এমনকি আইসিসিকেও জানাতে পারে।’

তবে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সে লক্ষ্যেই ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিদের কাউন্সিলর হিসেবে রাখার কথাও বলেন উপদেষ্টা, ‘ক্রীড়া সংস্থার বাইরের কাউকে কাউন্সিলর করা হলে হাইকোর্টে রিট হতে পারে। তাই আমরা চাচ্ছি যেন নির্বাচন যথাযথ প্রক্রিয়ায় হয়।’

আসিফ মাহমুদের দাবি, নির্বাচনকে ঘিরে তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে একটা পক্ষ। তার অভিযোগ, ‘তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য। তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো, আপনি নির্বাচন থেকে সরে যান, আপনাকে আমরা সিইও বানাই। এগুলোকে তাহলে কী বলবেন? এগুলো তো সন্ত্রাসী কার্যক্রম এবং সেটা করা হচ্ছে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে। তার ব্যানারটাকে সামনে রেখে এটা করা হচ্ছে। এটা আমি জানি না উনি কতটুকু বুঝতে পারছেন যে সন্ত্রাসী কার্যক্রমগুলো ওনাকে সামনে রেখে করা হচ্ছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের