
এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ঝড় তুলেছিল ভারত। দুই ওপেনার শুভমন গিল ও অভিষেক শর্মা ৬.২ ওভারে ৭৭ রানের জুটি দেন। অভিষেকের ঝড়ে দুইশ’ রান সময়ের ব্যাপার মনে হচ্ছিল। সেখান থেকে মিডল ওভার ও স্লগে দারুণ বোলিং করেছে বাংলাদেশ। ভারতের ৬ উইকেট নিয়ে ১৬৮ রানে আটকে রেখেছে জাকের আলীর দল।
দুবাই স্টেডিয়ামে টস পক্ষে আসে বাংলাদেশের। তবে ইনজুরির কারণে লিটন দাস খেলতে পারেননি। তার জায়গায় নেতৃত্ব দেন জাকের আলী। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে সাইফউদ্দিনকে একাদশে রাখে বাংলাদেশ। প্রথম তিন ওভার বাংলাদেশ দারুণ বোলিং করলেও চতুর্থ ওভার থেকে বেধড়ক পেটাতে শুরু করেন গিল ও অভিষেক।
ইনিংসের সপ্তম ওভারে আক্রমণে এসে গিলকে তুলে নেন রিশাদ। ডানহাতি ওপেনার গিল ১৯ বলে দুই চার ও এক ছক্কায় ২৯ করেন। রিশাদের পরের ওবারে শিভাম দুবে ২ রানে আউট হন। এরপর ঝড় তোলা অভিষেক শর্মা রান আটকে কাটা পড়েন। তিনি ৩৭ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস কেলেন। ছয়টি চার ও পাঁচটি ছক্কা তোলেন।
পরেই সূর্যকুমার যাদবকে (৫) ফিরিয়ে মুস্তাফিজ ভারতের রানের লাগাম ধরেন। ১২ ওভারে ১১৪ রানে ৪ উইকেট হয়ে যায় ভারত। ১২৯ রানে ৫ উইকেট হারানো ভারত স্লগে আর উইকেট হারায়নি। হার্ডিক পান্ডিয়া বাউন্ডারি হাঁকিয়ে রান এগিয়ে নিলেও পারেননি অক্ষর প্যাটেল। পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করে শেষ বলে আউট হন। তিনটি চার ও একটি ছক্কা মারেন তিনি। অক্ষর ১৫ বলে ১০ রান নিতে পারেন।
বাংলাদেশের হয়ে তানজিম সাকিব ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। রিশাদ ৩ ওভারে ২৭ রান খরচা করে নিয়েছেন ২ উইকেট। মুস্তাফিজ ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে পান ১ উইকেট। প্রথম দুই ওভারে ৩৩ রান দেওয়া সাইফউদ্দিন শেষ ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম