বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

‘নাগিন’ বলে কটাক্ষ, বাঁধনের স্পষ্ট জবাব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

Google News
‘নাগিন’ বলে কটাক্ষ, বাঁধনের স্পষ্ট জবাব

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের অভিযোগ, কারণে-অকারণে তাকে সোশ্যাল মিডিয়ায় বুলিংয়ে শিকার হতে হয়। অপমান করে নানা নাম দেওয়া হয় তাকে। তবে এসব গায়ে মাখেন না তিনি। সম্প্রতি তাকে ‘নাগিন’ বলে কটাক্ষ করা হয়, যা চোখে এড়ায়নি অভিনেত্রীর।

বিষয়টি তুলে ধরে আজ সামাজিক মাধ্যমে বাঁধন লিখেছেন, ‘‘আমি আমার জীবনের সেরা সময়গুলোর মধ্যে একটিতে বাস করছি। ইতোমধ্যে আমাকে দেওয়া ‘গালি’ সংগ্রহটি আপগ্রেড করা হয়েছে ‘নাগিন’ শব্দটি দিয়ে! লোকজন আমার অনেক নাম ছুঁড়েছে, কিন্তু এটি আমার কাছে তাজা ও স্টাইলিশ মনে হচ্ছে।” এরপর বাঁধন লিখেন, “সত্যি বলতে, আমি এটি পছন্দ করছি। তাই পথ ছেড়ে দিন, ‘নাগিন আজমেরী হক’ শহরে এসেছেন।’’

বাঁধনের সেই পোস্টের কমেন্ট বক্সেও এসেছে মজাদার মন্তব্য। নির্মাতা খিজির হায়াত খান লিখেছেন, ‘দেলোয়ার জাহান ঝন্টু (ঢালিউডের বর্ষীয়ান নির্মাতা, যিনি সাপের ছবি বানানোর জন্য বিখ্যাত) ভাই তার শেষ নাগিন ছবিতে তোমাকে কাস্ট করার কথা ভাবছেন। শান্ত থাক এবং ছোবল দেবার জন্য প্রস্তুত থাক।’

সঙ্গীতশিল্পী নাশিদ কামাল লিখেছেন, ‘উপভোগ কর, যখন তারা তোমাকে নিয়ে কথা বলা বন্ধ করে দেবে, সেটা বরং চিন্তার বিষয়। এর অর্থ হলো তুমি কারও কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই নয়।’ সামি দোহা লিখেছেন, ‘অনলাইন বুলিংকারীদের জন্য এটা একটা অসাধারণ জবাব, হ্যাটস অফ আজমেরী হক আপু।’

শর্মী হোসেইন লিখেছেন, ‘‘আমরা বড় হয়ে একটা বই বের করব, ‘বাঙ্গু ব্যাটাদের গালি কালেকশন’ নামে। তো ভাইয়েরা, আপনারা কাজ থামায়েন না!’’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের