বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৮, ২৩ সেপ্টেম্বর ২০২৫

Google News
৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দেখা পেলেন শাহরুখ খান। মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে শাহরুখের হাতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে তার ঘরে উঠল জাতীয় পুরস্কার। শাহরুখ খান জাতীয় পুরস্কার অর্জন করায় ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে অভিনন্দন জানাচ্ছেন। শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী গৌরী খানও।

পুরস্কারপ্রাপ্তির স্ত্রী গৌরী খান লিখেছেন, “কী দারুণ যাত্রা ছিল শাহরুখ খানের! জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন। এটা একেবারেই প্রাপ্য সম্মান। এটি বছরের পর বছর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল।’

এখানেই শেষ নয়। বাড়ি ফিরতেই যে মিলবে বিশেষ পুরস্কার তাও জানাতে ভুললেন না গৌরী। জাতীয় পুরস্কার সংরক্ষণ যাতে শাহরুখ ঠিকঠাক করতে পারেন সেজন্য বিশেষ মলাট তৈরি করবেন তিনি, জানিয়ে দিলেন সেটাও।

গৌরী লিখেছেন, ‘শাহরুখের এই বিশেষ পুরস্কারের জন্য আমি একটি মান্টল (শোকেস জাতীয়) ডিজাইন করছি।”

গৌরীর পোস্টের মন্তব্যের ঘরে শাহরুখের পাশাপাশি তাকেও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। সস্বতী দাসগুপ্ত নামে একজন লিখেছেন, ‘ক্রেডিটটা আপনার দিকেও যায়, কুইন খান ম্যাডাম। আমরা সবাই জানি, সারাজীবন আপনি তার সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে থেকেছেন। আপনাকে শ্রদ্ধা ও স্যালুট জানাই। অভিনন্দন এসআরকে, আমাদের কিং খান স্যার! সামনে আরও অনেক সিনেমা উপহার দিন আমাদের। মনে রাখবেন-কনটেন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

পায়েল মজুমদার লিখেছেন, প্রথমবার জাতীয় পুরস্কারের জন্য শাহরুখ স্যারকে অভিনন্দন! সত্যিই, বড় দেশগুলোতেও এরকম ছোট ছোট ঘটনা ঘটেই চলে। কিন্তু এই পুরস্কারটি ছোট জিনিস নয়-এটি ঐতিহাসিক!

সোম রায় লিখেছেন, ‘একজন শক্তিশালী নারী যখন ঘরের দায়িত্ব নেবেন, তখনই কেবল অর্জন সম্ভব। তোমাকে অভিনন্দন।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের