
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর হচ্ছে না। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনুকূল পরিবেশ না থাকায় আগামী ১৬ অক্টোবর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৮টায় নির্বাচন কমিশনের জরুরি সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়।
পরবর্তীকালে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়- রাকসু নির্বচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি এবং নির্বাচনী কাজে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারায় রাকসু নির্বাচন পিছানো হয়েছে।
এ দিকে শিবিরের প্যানেল নির্বাচন পেছানো মেনে নেওয়া হবে না জানিয়েছে।
অপর দিকে ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা সাধুবাদ জানিয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম