বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

‘টাইগার কারা’— সংবাদ সম্মেলনে প্রশ্ন শাহীন আফ্রিদির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫

Google News
‘টাইগার কারা’— সংবাদ সম্মেলনে প্রশ্ন শাহীন আফ্রিদির

ভারতের কাছে হার দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে আশা বাঁচিয়ে রেখেছে সালমান আগার দল। ফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। এমন ‘ডু অর ডাই’ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগারদের নিয়ে কথা বলেছেন পাক পেসার শাহীন শাহ আফ্রিদি। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরু হবে। ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে পাকিস্তানের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন শাহীন। এ দিন বাংলাদেশ দলকে যেন চিনতেই পারলেন না তিনি।

এক যুগের বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের পরিচিত ‘টাইগার’ নামে। যা অজানা ছিল শাহীন আফ্রিদির। তাই তো এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, ‘টাইগার কারা, বাংলাদেশ? ওহ আচ্ছা, দুঃখিত। জানতাম না।’

বাংলাদেশের ম্যাচ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে এই শাহীন বলেন, ‘বাংলাদেশ দারুণ একটি দল। তারা ইদানীং ভালো খেলেছে। ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হবে। তাদের সুযোগ দেওয়া যাবে না, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো খেলতে হবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের