
খাদের কিনারে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ও পাকিস্তান। দুই দলই হেরেছে একটি করে ম্যাচে। শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তান হেরেছে ভারতের কাছে। সুপার ফোরে আজকের ম্যাচে পরাজিত দলের বিদায় ঘণ্টা বেজে যেতে পারে। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে শ্রীলঙ্কা।
মঙ্গলবার দুবাই স্টেডিয়ামে টস জিতে বোলিং নেয় পাকিস্তান। দ্বিতীয় বলেই তুলে নেয় শ্রীলঙ্কার উইকেট। ওই ধারা আর থামেনি। শেষ ওভার পর্যন্ত নিয়মিত উইকেট হারিয়েছে এশিয়া কাপের গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস শূন্য করে ফেরার পর পাথুম নিশাঙ্কা ৮ রান করে সাজঘরে ফিরে যান।
তিনে নামা কুশল পেরেরা (১৫) সেট হয়ে সাজঘরে ফেরেন। অধিনায়ক চারিথা আশালঙ্কার ইনিংসও বড় হয়নি। তিনি ২০ রান করে ফিরে যান। পাঁচে নামা কামিন্দু মেন্ডিস এক প্রান্তে লড়াই করে ১৯ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। তিনি ৪৪ বলে ৫০ রান করে আউট হন। তিনটি চার ও দুটি ছক্কা মারেন।
শেষটায় ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৫ ও পেসার চামিকা করুনারত্নে ১৭ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। হ্যারিস রউফ ৪ ওভারে ৩৭ ও হুসেইন তালাত ৩ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন।
রেডিওটুডে নিউজ/আনাম