জবি খুলছে ৮ ডিসেম্বর, জকসু নির্বাচন ৩০ ডিসেম্বর

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

জবি খুলছে ৮ ডিসেম্বর, জকসু নির্বাচন ৩০ ডিসেম্বর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০০, ৪ ডিসেম্বর ২০২৫

Google News
জবি খুলছে ৮ ডিসেম্বর, জকসু নির্বাচন ৩০ ডিসেম্বর

ভূমিকম্প আতঙ্কে বন্ধ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ১৪ দিনের ছুটি শেষে খুলবে সোমবার। একই সাথে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর ভোট গ্রহণের তারিখ ফের পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান। 

তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সকল পরীক্ষা সোমবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার থেকে ক্যাম্পাসে সশরীরে ক্লাস শুরু হবে।

জকসুর সংশোধিত তপশিল ঘোষণা
এদিকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ এর সংশোধিত নতুন তপশিল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তপশিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

পরিবর্তিত তপশিল অনুযায়ী, প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর; চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর; মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর সকাল ৯টা-বিকাল ৩টা; প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর; ১৩ দিনের নির্বাচনী প্রচারণা ১৫-২৭ ডিসেম্বর; ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর, ভোট গণনা ও ফলাফল ঘোষণা ৩০ অথবা ৩১ ডিসেম্বর। 

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, আজকের সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ৮ ডিসেম্বর থেকে চালু হচ্ছে। কিছু কিছু কাজ বাকি আছে। এর মধ্যে সেগুলো সম্পন্ন করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের