
মোহন খান
জনপ্রিয় নাট্যকার ও নাট্য নির্মারা মোহন খান মারা গেছেন। মঙ্গলবার (৩০ মে) রাত ১১টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর গণমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোহন খান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যু হয় তার।"
বুধবার বাদ যোহর লালমাটিয়া জামে মসজিদ (বিবি মসজিদ) প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
টেলিভিশন নাটক পরিচালনা ও রচনায় ১৯৮৮ সাল থেকে দেশের পরিচিতি মুখ মোহন খান। এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগেও তিনি কাজ করেছেন।
মোহন খানের পরিচালিত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘আমার দুধমা’, ‘সমুদ্রে গাঙচিল’, ‘সেই আমরা’, ‘আঙ্গুর লতা’, ‘নীড়ের খোঁজে গাঙচিল’, ‘জেগে উঠো সমুদ্র’, ‘মেঘবালিকা’, ‘দূরের মানুষ’, ‘হৃদয়পুরের গল্প’।
রেডিওটুডে নিউজ/এসবি