বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

জনপ্রিয় র‍্যাপার কুলিও মারা গেছেন

বিনোদেন ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২২

Google News
জনপ্রিয় র‍্যাপার কুলিও মারা গেছেন

র‍্যাপার কুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও গ্র্যামি বিজয়ী মার্কিন র‌্যাপার কুলিও মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। আর্টিস লিওন আইভে জুনিয়র ছিল তার আসল নাম। 

খবরটি নিশ্চিত করে তার বন্ধু এবং দীর্ঘদিনের ম্যানেজার জারেজ পোসি জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে বুধবার বিকালে এক বন্ধুর বাড়ির বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায় কুলিওকে। এরপরই মৃত্যু হয় কুলিওর।তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কোনো কারণ জানাননি তিনি। সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ক্যালিফোর্নিয়ায় ৮০’র দশকের শেষের দিকে র‌্যাপ ক্যারিয়ার শুরু করেন কুলিও। যখন ১৯৯৫ সালে ডেঞ্জারাস মাইন্ডস চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকের জন্য গ্যাংস্টা’স প্যারাডাইস প্রকাশ করেন তখন বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন তিনি। 

গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরের বছর ট্র্যাকের জন্য তিনি সেরা র‌্যাপ একক পারফরম্যান্সের জন্য পুরস্কার পান।

১৯৭৬ সালে স্টিভি ওয়ান্ডারের ট্র্যাক পাসটাইম প্যারাডাইস গানটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়। এ গানটি ১৬টি দেশে পপ চার্টে শীর্ষ স্থান দখল করেও নেয়।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের