বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

বাংলাদেশে মুক্তি পাচ্ছে না শাহরুখের `পাঠান`

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫, ২৫ জানুয়ারি ২০২৩

Google News
বাংলাদেশে মুক্তি পাচ্ছে না শাহরুখের `পাঠান`

পাঠান` সিনেমার পোস্টার

আজ ২৫ জানুয়ারি ভারতসহ অন্যান্য দেশে একযোগে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত 'পাঠান' সিনেমাটি। এই ছবির মাধ্যমে প্রায় চার বছর বড় বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা। এরইমধ্যে পাঠানের ফার্স্ট ডে ফাস্ট শো দেখার জন্য অগ্রিম টিকিট কাটার ধুম লেগেছে। 

বাংলাদেশেও ‘পাঠান’-এর উন্মাদনার ঢেউ আছড়ে পড়েছে। দেশের দর্শকরাও মুখিয়ে আছেন ছবিটি দেখতে। তবে আপাতত বাংলাদেশে মুক্তি পাছে না শাহরুখের ‘পাঠান’। গণমাধ্যমকে এ খবর  জানিয়েছেন হল মালিক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস।

তিনি বলেন, “আপাতত বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’। আজকের মিটিংয়ে যুক্তি তর্কের এক পর্যায়ে ছবিটির মুক্তি নিয়ে সিদ্ধান্ত হয়নি। ছবি আমদানির যে আইন আছে সে আইনের বিষয়ে বানিজ্য মন্ত্রনালয়ের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, ‘আইনের ৩৪ এর খ-তে বলা আছে, উপমহাদেশীয় ভাষায় নির্মিত ছবি আমদানি করা নিষিদ্ধ। আবার ক-তে বলা আছে, সাফটাভূক্ত দেশের ছবিগুলো আমদানি করা যাবে। এখন এই দুই ধারার পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক হয়। কিন্তু কোনো সিদ্ধান্তে আসা যায়নি। অবশেষে বানিজ্য মন্ত্রনালয়ের কাছে ব্যখ্যা চাওয়া হয়েছে ছবিটির মুক্তির ব্যাপারে।’

এর আগে গত বুধবার বাংলাদেশের সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠানটি সিনেমাটি সংক্রান্ত একটি আবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিয়ে মিটিংয়ে বসে মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানিসংক্রান্ত কমিটি। তবে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির বিষয়ে মন্ত্রণালয়ের  মিটিংয়ে ছবিটি মুক্তির কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে।  

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের