
বিজয় ও রাশমিকা
ভামসি পাইদিপল্লী পরিচালিত 'বারিসু' সিনেমাটি গত ১১ই জানুয়ারি মুক্তি পেয়েছে। মুক্তির দিন থেকেই দারুন ভাবে সাড়া ফেলে দেয় এই তামিল সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই এই মুভিটি আয় করেছে ৪৬.৯ কোটি রুপি। আর ৭ দিনে ২১০. ৫৫কোটি রুপী আয় করেছে।
বারিসু মুভিটি মূলত একটি পারিবারিক গল্প ঘিরে নির্মিত। মুক্তির পূর্বেই সিনেমাটি আয় করেছে ১০০ কোটি রুপী।
বলিউড মুভি রিভিউজের রিপোর্ট অনুযায়ী, বারিসু প্রদর্শিত হচ্ছে আনুমানিক তিন হাজার স্ক্রিনে। বিজয় রাশমিকার এই সিনেমাটি প্রযোজনা করেছেন দিল -রাজু।
এস আর