শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

লাইভ পারফরম্যান্সে হামলার শিকার গায়ক কৈলাশ 

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৮, ২ ফেব্রুয়ারি ২০২৩

Google News
লাইভ পারফরম্যান্সে হামলার শিকার গায়ক কৈলাশ 

গায়ক কৈলাশ

দক্ষিণ ভারতের হাম্পি উৎসবে লাইভ পারফরমেন্স করার সময় দর্শকের হামলার শিকার হন গায়ক কৈলাশ। তিনি বলিউডের একজন জনপ্রিয় ও বিখ্যাত গায়ক। রবিবার রাতে বিজয়নাগারা জেলায় একটি অনুষ্ঠানে তিনি এ হামলার শিকার হন।

গায়ক কৈলাশ খের হাম্পি উৎসবের গান গাওয়ার বিষয়টি তার টুইটার একাউন্টে শেয়ার করেছিলেন। এক সূত্র অনুসারে জানা যায় যে, কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করে দুই ব্যক্তি গায়ক কে। কিন্তু গায়ক শুধু হিন্দিতেই গান গাইছিলেন বলে স্থানীয় দুই দর্শন তাকে উদ্দেশ্য করে বোতল ছোড়ে। ওই দুই ব্যক্তির নাম হলো সুরাহ এবং প্রদীপ। সঙ্গে সঙ্গে সেখানকার নিরাপত্তা কর্মী তাদেরকে আটক করে।

সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টিকে নিয়ে উঠেছে তুখোর সমালোচনার ঝড়। গায়কের উপর এমন হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা জানিয়েছেন তার ভক্ত কুলেরা।

গায়ক কৈলাশ খের এর বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। শুধু তাই নয় বেশ কিছু সুফি ঘরানার গানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত অর্জন করেছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে 'তাওবা তাওবা ', 'চাঁদ সিফারিশ', 'সাইয়া', এবং 'তেরি দিওয়ানি' সহ আরো কিছু গান।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের