ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত তরুণ জনপ্রিয় গায়ক তাশরীফ খান

রোববার,

১৪ ডিসেম্বর ২০২৫,

৩০ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

১৪ ডিসেম্বর ২০২৫,

৩০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত তরুণ জনপ্রিয় গায়ক তাশরীফ খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫:১৬, ৯ মার্চ ২০২৩

Google News
ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত তরুণ জনপ্রিয় গায়ক তাশরীফ খান

তাশরিফ খান

এই সময়ের জনপ্রিয় ও তরুণ গায়ক তাশরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন। ফলে তার মুখের এক পাশ বাঁকা হয়ে গেছে। তিনি নিজেই গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তাশরিফ খান এরইমধ্যে অবশ্য চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। চিকিৎসক তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছেন। তাশরীফ জানান, "মানসিকভাবে কিছুটা চিন্তিত রয়েছি। চিকিৎসক বলেছেন ফিজিওথেরাপিসহ বেশকিছু চিকিৎসা নিতে হবে। এখন দুই মাস বিশ্রামে থাকতে হবে। কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না।"

তরুণ এ গায়ক আরও জানান, ফেসিয়াল প্যারালাইসিসে গাল, ঠোঁট ও নার্ভের কিছু অংশ কাজ করে না। তবে এটা বাড়লে খুবই ভয়ের কথা। এ রকম অনেক রোগী আছেন, এই রোগ চিকিৎসায় ভালো হয়।

এদিকে শারীরিক এই অসুস্থতা নিয়েও আজ শেষবার কনসার্টে অংশ নেন তাশরীফ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকের কনসার্টের পর আপাতত দুই মাস কোনো কাজে দেখা যাবে না তাকে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের