মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

অস্কারে সেরা গানের পুরস্কার জিতলো `নাটু নাটু` গানটি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:১৯, ১৩ মার্চ ২০২৩

Google News
অস্কারে সেরা গানের পুরস্কার জিতলো `নাটু নাটু` গানটি

সেরা গানের পুরস্কার জিতলো `নাটু নাটু` গানটি

ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে এবার প্রথমবারের মতো অস্কারে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে কোনো গান মনোনয়ন পেয়েছিল। আর প্রথমবার পাওয়া মনোনয়নেই পুরস্কার জিতে নিয়েছে দেশটি।

`নাটু নাটু` গানের একটি দৃশ্য

সেরা অরিজিনাল গানের পুরস্কার জিতে নিয়েছে ভারতীয় দক্ষিণি ছবি আরআরআর-এর 'নাট্টু নাট্টু' গানটি। সেরা অরিজিনাল গান হিসেবে নাট্টু নাট্টুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সবাই করতালির মাধ্যমে পুরস্কাপ্রাপ্তদের উষ্ণ অভিবাদন জানান। গানটির সুরকার এমএম কেরাভানি ও  গীতিকার চন্দ্রবোস এই পুরস্কার গ্রহণ করেন। সুরকার এমএম কেরাভানি উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলেন, "আমি কারপেন্টারদের গান শুনে বড় হয়েছি। আর এখন আমি অস্কার হাতে দাঁড়িয়ে। আমার মাথায় শুধু একটি জিনিসই কাজ করছিল, ‘আরআরআর'কে জিততে হবে। প্রতিটি ভারতীয়র গর্ব অবশ্যই আমাকে বিশ্বের সেরা জায়গায় নিয়ে যাবে।"

এর আগে গোল্ডেন গ্লোভ অ্যাওয়ার্ডেও সেরা অরিজিনাল গানের পুরস্কার পেয়েছিল নাট্টু নাট্টু গানটি। গানটির দৃশ্যায়ন হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাড়ির সামনে।

রিহানা, লেডি গাগাদের মতো তাবড় নাম টেক্কা দিয়ে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে ‘নাটু নাটু।'

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের