মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ২০ মার্চ ২০২৩

আপডেট: ১৪:০০, ২০ মার্চ ২০২৩

Google News
অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

অসহ্য ব্যাথায় কষ্ট পাচ্ছেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন। চলতি মাসে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং সেটে আহত হয়েছিলেন তিনি। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই পাঁজরে প্রচণ্ড আঘাত লাগে এই কিংবদন্তী অভিনেতার।

অমিতাভ নিজেই জানিয়েছিলেন 'ব্যাথা সারতে বেশ সময় লাগবে’ বলে। কিন্তু এবার তার শরীরে নতুন এক রোগ দেখা দিয়েছে।ফলে চলাফেরা প্রায় বন্ধ তার। অবস্থা এখন এমন যে, মাটিতে পা ফেলতেও পারছেন না ভালো করে।

নিজের ব্লগে স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সম্প্রতি অভিনেতা লেখেন, "পাঁজরের যন্ত্রণা ছিলই। পায়ের নিচে গুঁফো হয়েছে, অভিনেতার কথায়, ক্যালাস। যার ফলে অসহ্য যন্ত্রণা পোহাতে হচ্ছে তাকে।"

নতুন দেখা এই রোগে পায়ের পাতা বা হাতের তালুর চামড়া শুষ্ক হয়ে কড়ার মতো দেখতে হয়ে যায়। তবে রোগটা খুব জটিল না হলেও যন্ত্রণা অসহ্য।

এই ক্যালাসের ভিতরে অমিতাভের ক্ষেত্রে ফোস্কা তৈরি হয়েছে, যার ফলে বেজায় কষ্ট পাচ্ছেন তিনি। অবস্থা এমন যে, রাতে বাড়িতে চিকিৎসকও ডাকতে হয়। অবশ্য এত যন্ত্রণায়ও আত্মবিশ্বাসী অমিতাভ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "আপনাদের সবার শুভেচ্ছার জন্য ধন্যাবাদ, খুব শিগগির সুস্থ হয়ে উঠব, ফের র‌্যাম্পে দেখা হবে।"

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের