রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

Radio Today News
bangas biscuit

এবার আসছে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ৮ মে ২০২৩

Google News
এবার আসছে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল!

সংগৃহিত ছবি

‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার বানি, ন্যায়না, আদি, অভি চার বন্ধুর পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ার পর জীবনের চড়াই-উতরাই পেরোতে হয়েছিল। শেষে কেউ ফিরেছিল বন্ধুত্বের হাত ধরে, কেউ বা ভালোবাসার আশ্রয়ে। সিনেপ্রেমীদের সেই কাহিনী আজও মুগ্ধ করে। অনেক ভক্ত রণবীর-দীপিকার চরিত্রের মধ্যে নিজেদের খুঁজে পান। 

এবার জানা গেছে, সেই কাহিনিই আবারও ফিরতে পারে বড়পর্দায়। রণবীর কাপুরের কথায় মিলেছে এমনই ইঙ্গিত। ফ্যানেদের সঙ্গে ভার্চুয়াল চ্যাট করতে গিয়ে ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির সিক্যুয়েল করার পক্ষে মত দেন রণবীর কাপুর। অভিনেতা বলেন, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি নিয়ে আবারও নতুন গল্প হতেই পারে। এমনকি পরিচালকের কাছেও নাকি বেশ ভালো কাহিনি ছিল সিক্যুয়েলের জন্য।

‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো সিনেমার সিক্যুয়েল নিয়ে অভিনেতা জানান, "১০ বছর পরের কাহিনি দেখানও যেতে পারে। তখন বানি (রণবীর কাপুর), ন্যায়না (দীপিকা পাড়ুকোন), আদি (কল্কি কেকল্যাঁ), অভি (আদিত্য রায়কাপুর) কী করছে, তা নিয়ে বেশ কৌতূহল থাকতে পারে।"

এই মুহুর্তে অবশ্য পরিচালক অয়ন মুখোপাধ্যায় ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা নিয়ে ব্যস্ত। আর এটি তো বেশ সময় সাপেক্ষ বিষয়। অবশ্য কেইবা বলতে পারে! হয়তো বানি, ন্যায়না, আদি, অভিরা দেখা দিবেন বড় পর্দায়।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের