
বলিউড ভাইজান সালমান খান
বলিউড ভাইজান সালমান খানের সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ বক্স অফিসে মুখ থুবরে পড়েছে। তবে তাতে অবশ্য ভাইজানকে আটকানো সম্ভব না। নতুন নতুন চমক নিয়ে ক'দিন পর পরই হাজির হচ্ছেন কিং খান। কখনও তার হোটেল খোলার খবর, কখনও আবার ওটিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি। এবার নতুন খবর হলো, সিনেমার পর্দার পর সালমান আসছেন ওয়েব সিরিজে।
বলিউড সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অ্যাকশন প্যাকড এক ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন সালমান। ইতোমধ্যে এই সিরিজের চিত্রনাট্যও পড়েছেন তিনি। পরিচালককে গ্রিন সিগন্যালও দিয়েছেন তিনি। ‘টাইগার-থ্রি’ ছবির শুটিং শেষ করেই নাকি এই সিরিজের শুটিং শুরু করবেন। তবে কোথায়, কবে ওয়েব সিরিজটি দেখা যাবে তা নিয়ে এখনও জানা যায়মি। জানা গেছে, সালমানের প্রযোজনা সংস্থা থেকেই তৈরি হবে এই সিরিজ।
এদিকে ইনস্টাগ্রামে সম্প্রতি সালমান নতুন একটি ছবি পোস্ট করেছেন। যেখানে চোখে সানগ্লাস, বাইকে চড়ে নজর কেড়েছেন অনুরাগীদের। এই লুক একেবারেই ‘টাইগার-থ্রি’ ছবির জন্য বলে ধারণা করছেন তার ভক্ত-অনুরাগিরা।
রেডিওটুডে নিউজ/এসবি