রোববার,

১৬ মার্চ ২০২৫,

১ চৈত্র ১৪৩১

রোববার,

১৬ মার্চ ২০২৫,

১ চৈত্র ১৪৩১

Radio Today News

ব্যাচেলর পয়েন্টের `হাবু`র বিয়ে আজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১০, ২৫ আগস্ট ২০২৩

Google News
ব্যাচেলর পয়েন্টের `হাবু`র বিয়ে আজ

সংগৃহিত ছবি

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয় করে অভিনেতা চাষী আলমকে জনপ্রিয়তার তুঙ্গে এসেছেন। এতে 'হাবু' চরিত্রে অভিনয় করেন তিনি। পুরো ধারাবাহিকজুড়ে বিয়ে জন্য পাত্রী খুঁজতে দেখা যায় চরিত্রটিকে। তবে আজ শুক্রবার বাস্তবেই হাবু চরিত্রে রূপদানকারী চাষী আলম বিয়ে করছেন।

পারিবারিকভাবেই বিয়ে করছেন চাষী আলম। গতকাল (বৃহস্পতিবার) ছিল তার গায়ে হলুদ। আজ (শুক্রবার) গুলশানের একটি রেস্তোরাঁয় হবে তার বিয়ের আসর। পাত্রী তুলতুল ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছেন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অভিনেতা তার গায়ে হলুদের দিন বলেছিলেন, "পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হচ্ছে। কাল গুলশানের একটি রেস্তোরায় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।"

চাষী আলমের বিয়ের খবর শুনে তার সহকর্মীরা উচ্ছ্বসিত। সামাজিক মাধ্যমে তার গায়ে হলুদের ছবি প্রকাশ করে জানাচ্ছেন শুভেচ্ছা। নির্মাতা কাজল আরেফীন অমি লিখেছেন, "আমাদের হাবু ভাইয়ের বিয়ে। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। অভিনেত্রী পারসা ইভানা লিখেছেন, হাবু ভাই, হলুদ মোবারক।"

গত ঈদে মুক্তি পেয়েছে চাষী আলমের অভিনীত নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’। 

 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের