`জওয়ান` সিনেমার পোস্টার
দেশের প্রেক্ষাগৃহে এবার মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত বলিউডের সিনেমা। তবে এর আগে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ও ‘কিসি কা ভাই কিসি কি জান’ছবি দুটি বিশ্বব্যাপী মুক্তির কয়েক মাস পর মুক্তি পেয়েছে। সিনেমা হল মালিকদের আবেদনের প্রেক্ষিতে এবার ছবিটি পুরো বিশ্বে মুক্তির দিনেই বাংলাদেশে মুক্তি পাবে সিনেমাটি।
দেশের সিনেমা হলে শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমাটি মুক্তির বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান।
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ ছবিটি আমদানি করছে। এরইমধ্যে সিনেমাটি মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়েরও অনুমতি পেয়েছে।
এ প্রসঙ্গে শাহ আলম কিরণ সংবাদমাধ্যমকে বলেন, "এটা সত্য। মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। এখন আমরা সারা বিশ্বের সঙ্গে একই তারিখে ‘জাওয়ান’ মুক্তির বিষয়ে কথা বলছি।"
এর আগে একাধিকবার 'জাওয়ান' মুক্তির তারিখ পেছালেও এবার বিশ্বব্যাপী ৭ অক্টোবর মুক্তি পেতে পাচ্ছে ছবিটি। শাহরুখের বাংলাদেশি ভক্তরাও চাইছিলেন একইদিনে ছবি মুক্তির। এবার তাদের দাবি পূরণ হতে চলেছে।
ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আরও আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একাধিক তারকা।
রেডিওটুডে নিউজ/এসবি