বুধবার,

০৯ অক্টোবর ২০২৪,

২৪ আশ্বিন ১৪৩১

বুধবার,

০৯ অক্টোবর ২০২৪,

২৪ আশ্বিন ১৪৩১

Radio Today News

অবশেষে চার হাত এক হলো পরিণীতি-রাঘবের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩

Google News
অবশেষে চার হাত এক হলো পরিণীতি-রাঘবের

পরিনীতি চোপড়া আর রাঘব চাড্ডা

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ সংসদ সদস্য রাঘব চাড্ডা অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন। গত মে মাসে তারা সেরেছিলেন বাগদান। চার মাস পর গতকাল (রোববার) তারা বিয়ে করেন।

অভিনেত্রী পরিণীতি বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মালহোত্রের ডিজাইনের পোশাক পরে রাঘবের সঙ্গে সাত পাক ঘুরলেন। 

বিয়ের অনুষ্ঠান শুরু হয় একটি ‘ওয়েলকাম লাঞ্চ’র মাধ্যমে। তার পর গায়েহলুদ ও সংগীত। রাঘব ও পরিণীতির সংগীতের অনুষ্ঠানে পারফর্ম করেছেন গায়ক নবরাজ। অনুষ্ঠানের জন্য নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়া জড়ানো থিম পার্টিরও আয়োজন ছিল হবু দম্পতির। সেই পার্টিতে ছিল ম্যাগি ও ক্যান্ডি ফ্লসের কাউন্টারও। আমন্ত্রিত অতিথিদের উপহারে ছিল গানের ক্যাসেট। সেই ক্যাসেটের প্লে লিস্ট নাকি তৈরি করেন পরিণীতি নিজে। 

আর রাজনীতিবিদ পাত্রের বরযাত্রীর দলে শামিল হন অরবিন্দ কেজরিওয়ালসহ বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব। এছাড়া উপস্থিত ছিলেন পোশাকশিল্পী মণীশ মালহোত্রাও।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের