শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

সিনেমার সেটে আসল ‍গুলি, সিনেমাটোগ্রাফার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৫, ২২ অক্টোবর ২০২১

আপডেট: ০৩:৩৮, ২৩ অক্টোবর ২০২১

Google News
সিনেমার সেটে আসল ‍গুলি, সিনেমাটোগ্রাফার নিহত

অভিনেতা অ্যালেক বল্ডউইন, যার গুলিতে নিহত হন সেই নারী সিনেমাটোগ্রাফার

সিনেমার সেটে অভিনয় নয়, এবার ঘটলো আসল মৃত্যুর ঘটনা। অভিনেতার ছোড়া গুলিতে এক নারী সিনেমাটোগ্রাফার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার বোনানজা ক্রিক র‌্যাঞ্চে ওয়েস্টার্ন ঘরানার ‘রাস্ট’ সিনেমার শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে ওই নারী নিহত ও সিনেমাটির পরিচালক গুরুতর আহত হন। আহত পরিচালকের অবস্থা গুরুতর। 

নিহত হাচিন (৪২) ওই চলচ্চিত্রটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন। আর আহত পরিচালক হলেন ৪৮ বছর বয়সী জোয়েল সুজা।

‘প্রপ গান’ হলো সিনেমার শুটিংয়ে ব্যবহার করা বন্দুক। সাধারণত ‘প্রপ গান’ হিসেবে নকল বন্দুক ব্যবহৃত হয়। কখনো কখনো ব্যবহার করা হয় সত্যিকারের বন্দুক ও গুলি। অ্যালেক বল্ডউইনের মুখপাত্র বলেন, ‘প্রপ গান’ থেকে ভুলবশত ছোড়া ফাঁকা গুলিতে এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।
 

রেডিওটুডে নিউজ/এমএস/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের