
বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলিতে পৈতৃক বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্বরা। শুক্রবার মোটরসাইকেলে আসা দুই যুবক গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এসময় দিশা পাটানির বাবা অবসরপ্রাপ্ত ডিএসপি জগদীশ সিং পাটানি, মা ও বড় বোন খুশবু বাসভবনে ছিলেন।
পুলিশ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছায় এবং বাড়ির বাইরে থেকে একাধিক খালি কার্তুজ উদ্ধার করে। দিশার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে।
সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) অনুরাগ আর্য জানিয়েছেন, আমরা মামলাটি ক্রাইম ব্রাঞ্চে স্থানান্তর করেছি। গ্যাংস্টার গোল্ডি ব্রার সোশ্যাল মিডিয়ায় ঘটনার দায় স্বীকার করার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। গোল্ডি ব্রারের নেটওয়ার্ক সম্পর্কে সতর্কতাও জারি করা হয়েছে।
এদিকে রোহিত গোদারা-গোল্ডি ব্রার চক্র ফেসবুকে পোস্ট দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে। সেখানে দাবি করা হ, দিশা ও তার বোন নাকি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অসম্মান করেছেন। এর জবাবেই হামলা চালানো হয়েছে।
পোস্টে আরও হুমকি দেওয়া হয়েছে, ‘এটা শুধু ট্রেলার। পরেরবার যদি কেউ আমাদের ধর্মকে অসম্মান করে, কাউকেই ছাড় দেওয়া হবে না।’
চক্রটির বক্তব্য, ‘ধর্ম ও সমাজ আমাদের কাছে অভিন্ন। এগুলো রক্ষার জন্য আমরা যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত।’
পোস্টটিতে আরও বেশ কয়েকটি অপরাধী গোষ্ঠীর নাম ট্যাগ করা হয়, যার মধ্যে রয়েছে মনু গ্রুপ, এপি গ্রুপ, কালা রানা, নরেশ শেঠি, টিনু হরিয়ানা ও অমরজিৎ বিষ্ণোই। সতর্কবার্তায় স্পষ্ট বলা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
গত কয়েক দিনে খুশবু পাটানি সামাজিক মাধ্যমে ধর্মীয় নেতাদের বক্তব্য নিয়ে সমালোচনা করেন-তাই এটিকে ঘটনায় কনটেক্সট হিসেবে দেখা হচ্ছে, তবে প্রাথমিকভাবে মেটাতে তদন্তই নির্ধারক হবে বলে পুলিশ জানিয়েছে। সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস।
রেডিওটুডে নিউজ/আনাম