অভিনেত্রী প্রুনেলা মারা গেছেন

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫,

১৪ কার্তিক ১৪৩২

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫,

১৪ কার্তিক ১৪৩২

Radio Today News

অভিনেত্রী প্রুনেলা মারা গেছেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৫, ২৯ অক্টোবর ২০২৫

Google News
অভিনেত্রী প্রুনেলা মারা গেছেন

ব্রিটিশ অভিনেত্রী প্রুনেলা স্কেলস মারা গেছেন। সোমবার লন্ডনে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। অভিনেত্রীর ছেলে স্যামুয়েল ও জোসেফ তাদের মায়ের মৃত্যুর বিষয়টি পিএ মিডিয়াকে জানিয়েছেন।

সত্তর দশকের জনপ্রিয় ব্রিটিশ সিটকম ‘ফওল্টি টাওয়ার্স’র জন ক্লিসেস বাসিলের স্ত্রী সিবিল ফওল্টির চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেন তিনি।

মার্কিন গণমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে প্রুনেলার ভাস্কুলার ডিমেনশিয়া ধরা পড়ে। যদিও এ রোগের কারণে প্রায় ৭০ বছরের অভিনয় জীবন থেকে অবসর নিতে বাধ্য হয়েছিলেন তিনি। তারপর থেকে বাড়িতেই থাকতেন। সোমবার লন্ডনে নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে প্রুনেলার মৃত্যু হয়েছে।

প্রুনেলা মৃত্যুর সময় দুই ছেলে ছাড়াও এক সৎ-মেয়ে, নাতি-নাতনিসহ অন্যান্য স্বজন রেখে গেছেন। গত বছরের নভেম্বরেই তার স্বামী টিমোথি ওয়েস্ট মারা যান।

১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বিবিসি টু’তে প্রচারিত ‘ফওল্টি টাওয়ার্স’-এ অভিনয় করেন অভিনেত্রী প্রুনেলা। এর বাইরে স্কেলস অ্যালান বেনেটের ১৯৯১ সালে প্রচারিত ‘অ্যা কোয়েশ্চেন অব অ্যাট্রিবিউশন’-এ রানী দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে অভিনয়ের জন্য বাফটা মনোনয়ন লাভ করেছিলেন।

এ ব্রিটিশ অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৫১ সালে। ব্রিস্টল ওল্ড ভিকে সহকারী মঞ্চ ব্যবস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু হয়। আর পঞ্চাশ ও ষাটের দশকের শুরুর দিকে নাটক ও শর্ট ফিল্মে অভিনয় শুরু করেন। ১৯৬৩ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত রিচার্ড ব্রায়ার্সের সঙ্গে সিটকম ‘ম্যারেজ লাইনস’-এ অভিনয় করে প্রথমবার বড় সাফল্য অর্জন করেন। আর সত্তরের দশকের মাঝামাঝিতে ‘ফওল্টি টাওয়ার্স’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন এই অভিনেত্রী।

এ তারকার অন্যান্য কাজের মধ্যে রয়েছে ১৯৮৫-৮৬ সাল পর্যন্ত ধারাবাহিক ‘ম্যাপ অ্যান্ড লুসিয়া’ এবং ‘দ্য লোনলি প্যাশন অব জুডিথ হার্ন’ (১৯৮৭), ‘হাওয়ার্ডস ইন্ড’ (১৯৯২), ‘উলফ’ (১৯৯৪) ও ‘অ্যান আওফুলি বিগ অ্যাডভেঞ্চার’ (১৯৯৫) চলচ্চিত্রগুলো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের