চাঁদাবাজ-দখলদাররা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫,

১৪ কার্তিক ১৪৩২

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫,

১৪ কার্তিক ১৪৩২

Radio Today News

চাঁদাবাজ-দখলদাররা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৭, ২৯ অক্টোবর ২০২৫

Google News
চাঁদাবাজ-দখলদাররা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে হেরিটেজ রিসোর্টে নরসিংদী জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, চাঁদাবাজ, দখলদারদের জন্য বিএনপির দরজা বন্ধ। কিন্তু শিক্ষক থেকে শুরু করে কৃষক, দিনমজুর, রিকশাচালক যে কেউ বিএনপির সদস্য হতে পারবেন। যারা বিগত সময়ে আওয়ামী লীগদের দাপট দেখিয়েছে তারা বিএনপির সদস্য হতে পারবে না। 

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজি সাইদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, কেন্দ্রীয় বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব) জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের