শীতের সকালে একটু নদীতে নামলাম, বলেন নদীর নাম কি?

রোববার,

১১ জানুয়ারি ২০২৬,

২৮ পৌষ ১৪৩২

রোববার,

১১ জানুয়ারি ২০২৬,

২৮ পৌষ ১৪৩২

Radio Today News

শীতের সকালে একটু নদীতে নামলাম, বলেন নদীর নাম কি?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:২৩, ২৭ নভেম্বর ২০২৫

Google News
শীতের সকালে একটু নদীতে নামলাম, বলেন নদীর নাম কি?

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা দেশের ছোট ও বড় পর্দার পরিচিত মুখ। ‘নট আউট’ নাটক দিয়ে তার অভিনয়ে পথচলা শুরু। বড় পর্দায় 'ভয়ংকর সুন্দর'–এর মাধ্যমে আলাদা করে দর্শকের নজর কাড়েন তিনি। নিয়মিত অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে সমান সক্রিয়।

সেই সামাজিক মাধ্যমে শীতের সকালে নদীতে নেমে তোলা কিছু ছবি পোস্ট করে চমকে দিলেন ভক্তদের। মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি। 

শেয়ার করা একটি ছবিতে দেখা যায়- খোলা চুল ও কালো টি–শার্ট পরে ভাবনা কচুরিপানার ফুল হাতে বুক সমান পানিতে দাঁড়িয়ে আছেন। অন্য একটি ছবিতে প্রকৃতির রঙ আর ভাবনার হাসি মিলেমিশে একাকার। তার দৃষ্টি ও ভঙ্গিমা নেটিজেনের মন কাড়তে বেশি সময় নেয়নি। ছবিগুলোর ক্যাপশনে ভাবনা লিখেছেন- 'শীতের সকালে একটু নদীতে নামলাম। বলেন নদীর নাম কি?'

এরপর আসতে থাকে মন্তব্য। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেন, কেউ শীতে পানিতে নামার সাহস দেখে বিস্মিত হন। এক অনুরাগী লিখেন, 'নদী যাই হোক, আপনাকে দারুণ লাগছে।' আরেকজন লিখেন, 'আমার তো দেখেই শীত লাগছে, আর আপনি পানিতে!'

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের