বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

২৮ তারিখেই হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৩, ২৬ জানুয়ারি ২০২২

Google News
২৮ তারিখেই হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: হাইকোর্ট

ফাইল ছবি

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন-২০২২ এ কোনো স্থগিতাদেশ দেননি হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার এ রায় ঘোষণা করেন। 

বুধবার (২৬ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালত বলেন, ভোটার তালিকা থেকে বাদ পড়া শিল্পীদের রুল প্রস্তুত হলে আদালত শুনবেন। এই রুলে আরও ৮৭ জন শিল্পীকে অন্তর্ভুক্ত করেছেন আদালত।

আদালতে চলচ্চিত্র শিল্পী সমিতি সেক্রেটারি জায়েদ খানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। আবেদনকারী শিল্পীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায়।

হাইকোর্ট আরো জানিয়েছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন না সহযোগী শিল্পীরা।

আসন্ন এই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন যথাক্রমে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ। অন্যদিকে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান। 


 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের