শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

গ্রিনল্যান্ডের বরফচূড়ায় টানা বৃষ্টিপাত, জলবায়ুর পরিবর্তনের নতুন সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০০, ২৪ আগস্ট ২০২১

আপডেট: ২৩:০০, ২৪ আগস্ট ২০২১

Google News
গ্রিনল্যান্ডের বরফচূড়ায় টানা বৃষ্টিপাত, জলবায়ুর পরিবর্তনের নতুন সতর্কবার্তা

প্রথমবারের মতো গ্রিনল্যান্ডের সর্বোচ্চ বরফচূড়ায় কয়েক ঘণ্টা টানা বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। জলবায়ুর পরিবর্তনের নতুন সতর্কবার্তা হয়ে এসেছে এই রেকর্ড বৃষ্টিপাত।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার জানায়, গত ১৪ আগস্ট যখন গ্রিনল্যান্ডের ৩২১৬ মিটার উঁচু বরফচূড়ায় বৃষ্টিপাত হয়। তখন নয় ঘণ্টা ধরে সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের উপরে ছিল।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উষ্ণায়নের ফলে মেরুঅঞ্চলের বরফ যে হারে গলছে, তাতে এই বৃষ্টিপাতকে নতুন উদ্বেগ হিসেবে দেখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের ধারনা, অ্যান্টার্কটিকার পর সবচেয়ে বেশি গলছে গ্রিনল্যান্ডের বরফ। আর গত কয়েক দশকে এই পানিই বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চ ২৫ শতাংশ বাড়ার জন্য দায়ী। যেভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, তাতে এই হার আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৪ থেকে ১৬ আগস্ট- তিনদিনে মোট ৭ বিলিয়ন টন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গ্রিনল্যান্ডে। ১৯৫০ সালে তথ্য সংগ্রহ শুরুর পর থেকে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের