বুধবার,

১৬ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

বুধবার,

১৬ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

Radio Today News

মেডিকেলের সনদ যাচাইয়ে আসেননি ৪৯ মুক্তিযোদ্ধা কোটাধারী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৬, ৩০ জানুয়ারি ২০২৫

Google News
মেডিকেলের সনদ যাচাইয়ে আসেননি ৪৯ মুক্তিযোদ্ধা কোটাধারী

সারা দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণের পর সনদ যাচাইয়ে ডাকার পরও আসেননি ৪৯ জন কোটাধা্রএ শিক্ষার্থী। এবার শিক্ষাবর্ষে কোটায় আসন পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৯৩ জন।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে কোটায় আসন পাওয়া মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের চলতি মাসের ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি সনদ যাচাইয়ের জন্য ডেকেছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

তাতে কোটায় চান্স পাওয়ার পরও সনদ যাচাইয়ের জন্য আসেননি ৪৯ মুক্তিযোদ্ধার সন্তান। এ ছাড়া যারা অধিদপ্তরের ডাকে সাক্ষাৎকারে এসেছিলেন তাদের মধ্য থেকেও যাচাই-বাছাই শেষে অনেকেই বাদ পড়তে যাচ্ছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের