
সোমবার চীন বিশ্বের সর্ববৃহৎ ক্ষমতাসম্পন্ন সেন্ট্রিফিউজ "চিফ ১৩০০" সফলভাবে চালু করেছে। এটি পৃথিবীর মাধ্যাকর্ষণের তুলনায় ৩০০ গুণ পর্যন্ত গ্র্যাভিটি তৈরি করতে সক্ষম এবং একসঙ্গে ২০ টন পর্যন্ত ভার বহন করতে পারে।
পূর্ব চীনের চ্যচিয়াং প্রদেশের হাংচৌতে নির্মাণাধীন "সেন্ট্রিফিউগাল হাইপারগ্র্যাভিটি অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি এক্সপেরিমেন্ট ফ্যাসিলিটি" বা চিফ -এর অন্যতম মূল অংশ হিসেবে এ যন্ত্রটি তৈরি করেছে চ্যচিয়াং বিশ্ববিদ্যালয়।
গবেষকরা জানাচ্ছেন, এই অত্যাধুনিক যন্ত্র গভীর সমুদ্র ও ভূগর্ভস্থ সম্পদ আহরণ, ভূমিকম্প-সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বর্জ্য নিষ্পত্তি এবং নতুন উপাদান উদ্ভাবনসহ নানা ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে।
রেডিওটুডে নিউজ/আনাম