চীনের রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় শ্রেণির সুরক্ষিত প্রাণী লাল শেয়াল। এমন একটি শেয়ালের দুর্লভ দৃশ্য ধরা পড়েছে উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ছাংচি হুই প্রিফেকচারে।
বুধবার মুলেই কাজাখ স্বায়ত্তশাসিত কাউন্টিতে ধারণ করা ভিডিওতে দেখা যায়—বরফে ঢাকা মাঠের ওপর দিয়ে ধীরে-ধীরে হেঁটে যাচ্ছে শেয়ালটি। মাঝেমধ্যে থেমে পেছন ফিরে তাকানোর ভঙ্গি, দূরের পাহাড় আর সাদা বরফের নিস্তব্ধ প্রেক্ষাপটে তৈরি করেছে মানুষ-প্রকৃতি–জীবজগতের অপূর্ব সহাবস্থানের মূর্ত ছবি।
লাল শেয়াল ক্যানিডি পরিবারের একটি স্তন্যপায়ী প্রাণী। এর দেহ লম্বাটে, মুখ সরু আর কান বড়। পিঠ সাধারণত হলদেটে-বাদামি বা লালচে-বাদামি রঙের লোমে ঢাকা। কান-এর উপরের অংশ ও পায়ের বাইরের দিক কালো, আর ফুঁসে থাকা লম্বা লেজের ডগা থাকে সাদা।
সাম্প্রতিক বছরগুলোতে মুলেই কাউন্টি সরকার ঘাসজমি পুনরুদ্ধার, চারণভূমি সংরক্ষণ ও নানান পরিবেশগত পুনর্বাসন কার্যক্রম চালিয়ে আসছে। এসব উদ্যোগে স্থানীয় বন্যপ্রাণীর বাসস্থান উন্নত হয়েছে এবং এলাকার জীববৈচিত্র্য ক্রমশ সমৃদ্ধ হয়ে উঠছে।
রেডিওটুডে নিউজ/আনাম

