বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

হিলি প্রতিনিধি:

প্রকাশিত: ১৩:৩০, ২৫ আগস্ট ২০২১

আপডেট: ১৮:২২, ২৬ আগস্ট ২০২১

Google News
হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

৪ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে নন বাসমতি চাল আমদানি শুরু হয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে রৃত্তিক এন্টারপ্রাইজ নামক আমদানিকারক প্রতিষ্ঠান এই চাল আমদানির অনুমতি পাওয়ায় তারা মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু করেছেন।

হিলি স্থল বন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, ‘দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার চাল আমদানিতে শুল্ক ৬২.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছেন। চালের আমদানি শুল্ক হার কমিয়ে দেওয়ায় ভারত থেকে চাল আমদানির লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রৃত্তিক এন্টারপ্রাইজ নামক আমদানিকারক প্রতিষ্ঠান মঙ্গলবার দুপুরে ২৮ মেট্রিক টন চাল আমদানির করেছেন। আরো কয়েকজন আমদানিকারক চাল আমদানির অনুমতি পেয়েছেন। তারাও পর্যায়ক্রমে আরো চাল আমদানি করবেন।

পানামা হিলি পোর্ট লিংক লি: এর গণসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন মল্লিক জানান, ৩০ এপ্রিল থেকে চাল আমদানি বন্ধ থাকার পর আজ হিলি স্থল বন্দর দিয়ে নন বাশমতি চাল আমদানি শুরু হয়েছে।

চাল ব্যবসায়ী কামাল হোসেন জানান, হিলি দিয়ে চাল আমদানি শুরু হওয়ায় ২ / ১ দিনের মধ্যে দেশের বাজারে চালের দাম কমার সম্ভাবনা রয়েছে।
 

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের