শনিবার,

১১ মে ২০২৪,

২৮ বৈশাখ ১৪৩১

শনিবার,

১১ মে ২০২৪,

২৮ বৈশাখ ১৪৩১

Radio Today News

ছাত্রদলের ৩ নেতাকে তুলে নেয়ার অভিযোগ ফখরুলের

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৩, ২৪ আগস্ট ২০২১

Google News
ছাত্রদলের ৩ নেতাকে তুলে নেয়ার অভিযোগ ফখরুলের

ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতা মোস্তাফিজুর রহমান রুমী, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানিয়েছেন, সোমবার রাত ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যাওয়ার পর তাদের হদিস পাওয়া যাচ্ছে না।

দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে সোমবার রাতে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল জানান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমীকে সোমবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে তুলে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর থেকে তাদের হদিস মিলছে না।

তিনি বলেন, ‘এটি ভয়াবহ অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। রাষ্ট্রের মদদে এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

‘মিডনাইট নির্বাচনের পরও সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। অজানা আতঙ্কে সব সময় উদ্বিগ্ন থাকছে। তাই গুম, গ্রেপ্তার, মিথ্যা মামলা ও বিচারবহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে। বিরোধী দল ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের অদৃশ্য করা হচ্ছে।’

এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি অবিলম্বে তাদের প্রকাশ্যে উপস্থিত করার আহ্বান জানাচ্ছি। কারণ তাদের সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে।’

রেডিওটুডে নিউজ/এইচবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের