শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের সংঘর্ষ, শুনানি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৯, ১৮ মার্চ ২০২৩

পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের সংঘর্ষ, শুনানি বাতিল

পাকিস্তানে আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষের পর তোশাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শুনানি বাতিল করেছে ইসলামাবাদের একটি আদালত। পুলিশ জানিয়েছে, ইমরানের সমর্থকরা আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে পাথর এবং কাঁদানে গ্যাস ছুড়েছে।

ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান যখন শুনানিতে হাজির হতে ইসলামাবাদ রওনা দেয়, এর ঘণ্টাখানেক পর লাহোরে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ইমরানের বাড়িতে কেবল তার স্ত্রী বুশরা বেগম ছিলেন।

পুলিশ যখন ব্যারিকেড সরিয়ে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করে, তখন বাড়ির সামনে থাকা ইমরানের সমর্থকদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আহত হন ১০ জন, ঘটনাস্থল থেকে আটক করা হয় ৩০ জনকে।

ইমরান অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগের সবগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আইনের শাসনে বিশ্বাস করি বলেই আজ আদালতে এসেছি।’ রয়টার্সকে তিনি বলেন, ‘আমার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতৃত্ব দেওয়ার জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছি। অন্যদিকে সরকার বলছে, ইমরানের বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

এর আগে লাহোর হাইকোর্ট শুক্রবার (১৭ মার্চ) পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৯টি মামলায় সুরক্ষামূলক জামিন দেয়। লাহোর ও ইসলামাবাদে দায়ের করা এসব মামলা সন্ত্রাসের অভিযোগে করা হয়েছে। এ ছাড়া ৮ মার্চ লাহোরে ইমরানের বাসভবন জামান পার্কে তাকে গ্রেফতারে পুলিশের কাজে বাধাদানে সহিংসতার অভিযোগের দুটি মামলা রয়েছে।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের