
চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রসহ মধ্য আমেরিকায় ১০ দিনের সফরে গেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। এ সময় মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তার।
এদিকে মার্কিন হাউজ স্পিকার সাই ইং-ওয়েনের সাথে সাক্ষাৎ করলে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে চীন। চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র বলেন, তাইওয়ানের প্রেসিডেন্ট ম্যাকার্থির সাথে যোগাযোগ করলে তা এক চীন নীতির লঙ্ঘনের আরেকটি প্ররোচনা হিসেবে বিবেচিত হবে।
এটি চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করবে এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে। আগামী ৩০ মার্চ লাতিন আমেরিকায় যাওয়ার পথে যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতিতে অবস্থান করবেন ওয়েন।
সেসময় নিউইয়র্কে ভাষণ দেবেন তিনি।এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ওয়েন সাক্ষাৎ করবেন কি না তা এখনও জানা যায়নি।
রেডিওটুডে নিউজ/মুনিয়া